Sahitya Bandhu
Trusted Little Magazine
একটি লিটিল ম্যাগাজিন পরিবেশক এবং যৌথ সংকলন প্রকাশক....
আমাদের কথা
সাল ২০২০, আমরা লিটিল ম্যাগাজিন হিসেবে আমাদের পথচলা শুরু করি। মাত্র গুটিকয়েক জনকে দিয়েই পথচলা শুরু করেছিলাম। একটা হোয়াটসঅ্যাপ এর ছোট্ট গ্রুপ থেকে এই পথ চলা শুরু হয়েছিল। অনেকের সাথে সামনাসামনি দেখাও হয়নি তাও জানি আমরা একটি পরিবার। সর্বোপরি বন্ধুও। আমাদের দ্বারা পরিবেশিত পত্রিকার নাম হল "দিগন্ত"। একটা ভাবনা থেকে যে সৃষ্টি তাঁকে তো সম্মান জানাতেই হবে। আমাদের লক্ষ কেবলমাত্র লেখকের সৃষ্টিকে ছাপার অক্ষরে প্রকাশ করায় নয়, সর্বোপরী সামাজিক ভাবনার সুদূরপ্রসারী দিকগুলিকে উন্মোচিত করা কারন সাহিত্য হল সমাজের দর্পন।
এই ভাবনাকে মর্যাদা দিয়েই নবীনের সাথে প্রবীন লেখক-লেখিকাদের সৃষ্টির সম্ভার নিয়ে আমরা আমাদের এই স্বপ্নের পত্রিকা প্রকাশ করে চলেছি।
লেখক-লেখিকা, সাহিত্যিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের নিরন্তর ভালোবাসার জন্যই আমরা আজ এই জায়গাতে আসতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দিনগুলিতেও আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখি।"দিগন্ত" সূর্যকিরনের মতো ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বজুড়ে, এই প্রত্যাশা রাখলাম।