Announcement -1
- SAHITYA BANDHU
- Jun 7, 2021
- 2 min read
Updated: Jun 29, 2021

"সাহিত্য বন্ধু" পরিবেশিত দিগন্ত-তৃতীয় সংখ্যা-র জন্য লেখা আহ্বান.......
এখন সময়টা উদ্বেগের।চিন্তার। অসহায়তার। মানুষের মুখ থেকে মুছে* *গেছে হাসি। সেই হাসি কি আমরা একটু হলেও ফিরিয়ে আনতে পারি না❓
আমাদের এবারের (তৃতীয়) সংখ্যা হলো নিরেট হাস্যরস নিয়ে।
লেখা পাঠাতে পারেনঃ- হাস্যরসে সম্পৃক্ত আপনার গল্প, অণুগল্প (অনাধিক ২৫০ শব্দ), কবিতা, ছড়া, রম্য রচনা, নাটক ইত্যাদি।
মূল বিষয় ছাড়াও অন্যান্য বিষয়েও পাঠাতে পারেন আপনার সৃষ্টিঃ 👇
◆ ধারাবাহিক উপন্যাস ◆ বই আলোচনা ◆ সিনেমা আলোচনা ◆ কার্টুন/কমিক্স আলোচনা ◆ অঙ্কন (ডিজিটাল এবং হাতে আঁকা) ◆ ফটোগ্রাফি ◆ ভ্রমন কাহিনী ◆ চিঠিপত্র ◆ জোক্স ◆ ধাঁধা ◆ ক্যুইজ ◆ পেনগ্রাফি ◆ ক্যালিগ্রাফি ◆ ম্যাজিক ট্রিক ◆ সায়েন্স এক্সপেরিমেন্ট ◆ জানা-অজানা ◆ হাতের বিভিন্ন কাজ ◆
☆ অন্যান্য বিভাগ ☆
````````````````````````````````````````````````
◆ খুদে প্রতিভা ~~ আপনার আশেপাশে অনেক প্রতিভা ছড়িয়ে আছে। সেই সব প্রতিভাদের নিয়েই থাকছে কলাম। ক্ষুদে প্রতিভার ছবি সহ লিখে ফেলুন তার সংক্ষিপ্ত জীবন কাহিনী আর তার প্রতিভার কথা। আপনার লেখাটি হতে হবে সঠিক তথ্য সমৃদ্ধ। ◆
◆ এলাকার গর্ব ~~প্রতিটি এলাকাতেই এমন কিছু সংগঠন ও সংস্থা আছে যারা সেই এলাকার সাংস্কৃতিক ও ক্রীড়ার উন্নতিকল্পে অনবরত কাজ করে চলেছে----এমনই কোনো সংস্থা হয়তো আপনার এলাকাতেই বিরাজমান। তাহলে আর দেরী কেন? লিখে ফেলুন সমস্তকিছু আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। ◆
◆ ব্যাঙ্গ ছবি ~~ছবি আঁকতে ভালোবাসেন? সমাজের কিছু বিষয় আপনার চোখে লাগে? মনে হচ্ছে এদের বিষয় উপেক্ষিত? লিখে বোঝানো কষ্ট? এঁকে ফেলুন ব্যাঙ্গ ছবি। সাদা কালো রঙে। আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে।◆
◆ কমিকস্ গল্প ~~ ছবিতে গল্প তৈরী আছে। প্রকাশ করতে চান। তাহলে সেটি স্ক্যান করে আমাদের jpeg ফরম্যাটে পাঠিয়ে দিন।
◆ জোকস ~~ মজার,রুচিশীল অথচ ভাবায় এমন জোকস বানাতে সিদ্ধহস্ত। তাহলে পাঠিয়ে দিন আমাদের। ◆
📢শর্তাবলী / নিয়মাবলী............
_______________________________
১) লেখা পাঠানোর সময় বিভাগ-এর নাম উল্ল্যেখ করতে ভুলবেন না।
২) এই সংখ্যায় কোনো লেখা পাঠানোর ক্ষেত্রে কোনও প্রকার শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার সীমাবদ্ধতা নেই। (ব্যাতিক্রম-- অনুকবিতা, অনুগল্প, নিবন্ধ)
৩) ভ্রমন কহিনীর সাথে ছবি দিতে পারেন।
৪) প্রতি ক্ষেত্রে লেখা স্বরচিত (মৌলিক) হওয়া বাধ্যতামূলক। প্রতি ক্ষেত্রে লেখা যে কোনও মাধ্যমে অপ্রকাশিত হওয়া বাঞ্ছনীয়।
৫) প্রত্যেক লেখক/লেখিকা তাঁর লেখার যতি চিহ্ন, বানান এবং ব্যাকরন-এর দিকে নজর রাখবেন।
৬) বই, সিনেমা এবং কার্টুন / কমিক্স আলোচনার ক্ষেত্রে-- বই ও কমিক্স টির প্রচ্ছদ এবং সিনেমা ও কার্টুন টির পোস্টার এর ছবি জুড়ে দিবেন।
৭) লেখা প্রকাশের জন্য আমরা কোনোরকম টাকা-পয়সা গ্রহন করি না।
লেখা প্রকাশের ক্ষেত্রে গুনগত মান-ই শেষ কথা।
৮) প্রতিটি বিভাগে প্রত্যেকে সর্ব্বোচ্চ দুটি লেখাই পাঠাতে পারবেন।
৯) লেখা E-Mail এ পাঠালে তা ইউনিকোড ফর্মে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাবেন। এছাড়া সরাসরি E-mail বডিতে লিখে পাঠাতে পারবেন।
E-Mail Address => 📩sahityabandhueditors@gmail.com
E-Mail এর মাধ্যমে পাঠাতে অসুবিধা থাকলে, Whatsapp এর মাধ্যমে সরাসরি টাইপ করে পাঠাতে পারবেন।
📱Whatsapp No টি হল ~ [¡] 76020 42535 (সীমন্ত নন্দী)
[¡¡] 82934 63043 (ধৃতি সুন্দর গুছাইত)
[¡¡¡] 97485 02782 (কমলিকা মজুমদার)
➡ বিশেষ দ্রষ্টব্য ~ pdf ফাইল এর মাধ্যমে লেখা পাঠালে সেটি গ্রহন করা হবে না।
১০) লেখা পাঠানোর সময় "#দিগন্ত--তৃতীয় সংখ্যা" কথাটি লিখতে ভুলবেন না।
১১) লেখা পাঠাবার শেষ দিন ১৫ জুন,২০২১, রাত্রি বারোটা পর্যন্ত।
১২) কোনো প্রকার জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করুন 7602042535 অথবা 8293463043 --এই নম্বরগুলিতে
১৩) পত্রিকা 'ডিজিটাল' এবং 'মুদ্রিত' দুই মাধ্যমেই প্রকাশিত হবে। দুই মাধ্যমেই পত্রিকা ক্রয় করা যাবে।
১৪) নির্বাচিত লেখক/লেখিকা বন্ধুদের জন্য সৌজন্য সংখ্যা (ডিজিটাল) থাকছে।
১৫) আপনার লেখার সাথে সামঞ্জস্যপূর্ন কোনো ছবি যদি থাকে সেটিকে স্ক্যান করে পাঠাতে পারেন।
১৬) লেখা মনোনীত হলে লেখক/লেখিকা বন্ধুদের জানানো হবে। তবে সম্পাদকীয় বিভাগ থেকে কোনো ফোন বা ইমেল না পেলে লেখাটি অমনোনীত হয়েছে বলে ধরে নিতে হবে।
সকল লেখক/লেখিকাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সাহিত্য প্রেমিদের মধ্যে সাহিত্যের প্রসার ঘটানোয় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কে সাফল্যমন্ডিত করে তুলুন।
ধন্যবাদান্তে,
"সাহিত্য বন্ধু" সম্পাদকমন্ডলী
Comments