top of page
Search

লেখা আহ্বান-দিগন্ত পঞ্চম সংখ‍্যা

_*"সাহিত‍্য বন্ধু"*_ পরিবেশিত _*দিগন্ত পঞ্চম সংখ‍্যা*_-র জন‍্য লেখা আহ্বান......


যে যে বিভাগ নিয়ে আমাদের পঞ্চম সংখ‍্যা সাজাতে চলেছি সেগুলি হলো----


◆ কবিতা বা ছড়া ◆ অনুকবিতা (অনাধিক ৫০ শব্দের মধ‍্যে) ◆ লিমেরিক ◆ গল্প (অনাধিক ২৫০০ শব্দ) ◆ অনুবাদ গল্প ◆ অনুগল্প (অনাধিক ২৫০ শব্দের মধ‍্যে) ◆ নাটক ◆ প্রবন্ধ (তথ‍্যভিত্তিক হলে তথ‍্যসূত্র দেওয়া বাঞ্ছনীয়) ◆ নিবন্ধ (অনাধিক ৫০০ শব্দের মধ‍্যে) ◆ রম‍্য রচনা ◆ স্মৃতিকথা ◆ চিঠি ◆ বই আলোচনা ◆ সিনেমা আলোচনা ◆ অঙ্কন (ডিজিটাল এবং হাতে আঁকা) ◆ ফটোগ্রাফি ◆ ভ্রমন কাহিনী ◆ চিঠিপত্র ◆ জোক্স ◆ ধাঁধা ◆ ক‍্যুইজ ◆ পেনগ্রাফি ◆ ক‍্যালিগ্রাফি ◆ ম‍্যাজিক ট্রিক ◆ সায়েন্স এক্সপেরিমেন্ট ◆ রান্নাঘর ◆ জানা-অজানা ◆ হাতের বিভিন্ন কাজ ◆ শব্দজট ◆


☆ অন‍্যান‍্য বিভাগ ☆

````````````````````````````````````````````````

‌◆ *ছোটদের পাতা* ~~ এই নতুন বিভাগে ১৬ বছর পর্যন্ত বয়সের ক্ষুদে প্রতিভার লেখা, আঁকা ছবি ইত্যাদি প্রকাশিত হবে। (যোগাযোগ নম্বরের সাথে নিজের ছবি ও বিদ্যালয়ের নাম দিতে হবে।)


◆ *খুদে প্রতিভা* ~~ আপনার আশেপাশে অনেক প্রতিভা ছড়িয়ে আছে। সেই সব প্রতিভাদের নিয়েই থাকছে কলাম। ক্ষুদে প্রতিভার ছবি সহ লিখে ফেলুন তার সংক্ষিপ্ত জীবন কাহিনী আর তার প্রতিভার কথা। আপনার লেখাটি হতে হবে সঠিক তথ্য সমৃদ্ধ। ◆


◆ *ছুটির গল্প* ~~ কিছুদিন আগেই স্কুলে গ্রীষ্মের ছুটি পড়েছে। ছোট্টবন্ধুরা লিখে পাঠাও তোমাদের বাড়িতে ছুটি কাটানোর মজাদার গল্প। ◆ (শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের জন‍্য)


◆ *এলাকার গর্ব* ~~প্রতিটি এলাকাতেই এমন কিছু সংগঠন ও সংস্থা আছে যারা সেই এলাকার সাংস্কৃতিক ও ক্রীড়ার উন্নতিকল্পে অনবরত কাজ করে চলেছে----এমনই কোনো সংস্থা হয়তো আপনার এলাকাতেই বিরাজমান। তাহলে আর দেরী কেন? লিখে ফেলুন সমস্তকিছু আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। ◆


◆ *ব্যাঙ্গ ছবি* ~~ছবি আঁকতে ভালোবাসেন? সমাজের কিছু বিষয় আপনার চোখে লাগে? মনে হচ্ছে এদের বিষয় উপেক্ষিত? লিখে বোঝানো কষ্ট? এঁকে ফেলুন ব্যাঙ্গ ছবি। সাদা কালো রঙে। আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে।


◆ *কমিকস্ গল্প* ~~ ছবিতে গল্প তৈরী আছে। প্রকাশ করতে চান। তাহলে সেটি স্ক্যান করে আমাদের jpeg ফরম্যাটে পাঠিয়ে দিন।


◆ *জোকস* ~~ মজার,রুচিশীল অথচ ভাবায় এমন জোকস বানাতে সিদ্ধহস্ত। তাহলে পাঠিয়ে দিন আমাদের। ◆


📢শর্তাবলী / নিয়মাবলী............

___________________________________


১) *লেখা পাঠানোর সময় বিভাগ-এর নাম উল্ল‍্যেখ করতে ভুলবেন না।*


২) এই সংখ‍্যায় কোনো লেখা পাঠানোর ক্ষেত্রে কোনও প্রকার শব্দ সংখ‍্যা বা লাইন সংখ‍্যার সীমাবদ্ধতা নেই। *(ব‍্যাতিক্রম-- গল্প, অনুকবিতা, অনুগল্প, নিবন্ধ)*


৩) ভ্রমন কহিনীর সাথে ছবি দেওয়া বাধ‍্যতামূলক।


৪) প্রতি ক্ষেত্রে লেখা *স্বরচিত* (মৌলিক) হওয়া বাধ‍্যতামূলক। প্রিন্ট ও সোশ‍্যাল মিডিয়ায় আগে প্রকাশিত হয়েছে এমন কোনো লেখা গ্রহণ করা হয় না।


৫) প্রত‍্যেক লেখক/লেখিকা তাঁর লেখার যতি চিহ্ন, বানান এবং ব‍্যাকরন-এর দিকে নজর রাখবেন। লেখা পাঠানোর আগে সমস্তকিছু দেখে নেবেন। একাধিকবার মেল বা ম‍্যাসেজ পাঠাবেন না।


৬) লেখা প্রকাশের জন‍্য আমরা কোনোরকম টাকা-পয়সা গ্রহন করি না।

লেখা প্রকাশের ক্ষেত্রে গুনগত মান-ই শেষ কথা।


৭) ভালো কিন্তু সম্পাদনাযোগ্য লেখা লেখকের কাছে পাঠানো হবে পুনঃসম্পাদনার জন্য।


৮) লেখা E-Mail এ পাঠালে তা ইউনিকোড ফর্মে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাবেন। এছাড়া সরাসরি E-mail বডিতে লিখে পাঠাতে পারবেন।


E-Mail Address => 📩sahityabandhueditors@gmail.com


E-Mail এর মাধ‍্যমে পাঠাতে অসুবিধা থাকলে, Whatsapp এর মাধ‍্যমে সরাসরি টাইপ করে পাঠাতে পারবেন।


📱Whatsapp No টি হল ~ [¡] 76020 42535 (সীমন্ত নন্দী)

➡ *বিশেষ দ্রষ্টব‍্য* ~ pdf ফাইল এর মাধ‍্যমে লেখা পাঠালে সেটি গ্রহন করা হবে না।


৯) লেখা পাঠানোর সময় *"#দিগন্ত--পঞ্চম সংখ‍্যা"* কথাটি লিখতে ভুলবেন না।


১০) লেখা পাঠান প্রতি ইংরেজি মাসের ১লা তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত। যে মাসে লেখা পাঠাবেন, তারপরেই মনোনীত লেখক/লেখিকা বন্ধুদের লেখা কোন সংখ্যায় প্রকাশিত হবে তা শুধু লেখকদের আলাদা করে জানানো হবে।


১১) কোনো প্রকার জিজ্ঞাস‍্য থাকলে যোগাযোগ করুন 7602042535 অথবা 8293463043 --এই নম্বরগুলিতে।


১২) লেখা বা সৃষ্টি সংক্রান্ত খোঁজ নেওয়ার জন‍্য অন্তত দেড়মাস অপেক্ষা করার পর যোগাযোগ করুন, তার আগে কোনোভাবেই নয়।


১৩) পত্রিকা 'ডিজিটাল' মাধ‍্যমেই প্রকাশিত হবে।


১৪) নির্বাচিত লেখক/লেখিকা বন্ধুদের জন‍্য সৌজন‍্য সংখ‍্যা (ডিজিটাল) থাকছে।


১৫) আপনার লেখার সাথে সামঞ্জস‍্যপূর্ন কোনো ছবি যদি থাকে সেটিকে স্ক‍্যান করে পাঠাতে পারেন।


১৬) আপনার সৃষ্টি পাঠানোর সময় অনুগ্রহ করে ইংরেজিতে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর বা WhatsApp নম্বর লিখে দিবেন।


১৭) একমাত্র লেখা বা অন‍্যান‍্য শিল্পকর্ম মনোনীত হলেই স্রষ্টা কে বা লেখক/লেখিকা বন্ধুদের জানানো হবে।


১৮) নিয়ম মেনে না পাঠালে এন্ট্রি বাতিল হতে পারে।


১৯) লেখা প্রকাশিত হলে সোশ‍্যাল মিডিয়ায় জানাতে পারেন, তবে সেটি আংশিক, এবং প্রকাশিত হওয়ার অন্তত পনেরো দিন বাদে সম্পূর্ণ লেখায় পোস্ট করা যাবে।


২০) ই-বুক জেনেই লেখা পাঠাবেন। পরে 'প্রিন্টেড নয় বুঝতে পারেননি' এমন সব মন্তব্যে লেখাটি তুলে নিচ্ছেন এইরকম বার্তা দিয়ে পত্রিকার সময় নষ্ট করবেন না।


২১) সকলের জন‍্য নির্দিষ্ট হারে সাম্মানিক থাকবে।




*সব মিলিয়ে একেবারেই নিজস্ব কিছু অভিজ্ঞতার ঝুলি দিগন্তের আগামী সংখ্যার সেতুপথ হেঁটে পৌঁছে যাক তন্নিষ্ঠ পাঠকের মর্মগভীরে। দীর্ঘস্থায়ী হোক আমাদের সাহিত্য পরিক্রমার অনির্বাণ যাত্রা*


ধন‍্যবাদান্তে,

*"সাহিত‍্য বন্ধু"* সম্পাদকমন্ডলী

 
 
 

Comments


Post: Blog2_Post

BDO OFFICE ROAD, Garhbeta, West Medinipur, West Bengal, India

76020 42535 / 82934 63043

Subscribe Form

Thanks for submitting!

©2021 SAHITAYA BANDHU™

  • Facebook
  • Instagram
bottom of page