top of page
Search

বিজ্ঞাপন আহ্বান

নমস্কার,


আমি "সাহিত‍্য বন্ধু" লিটিল ম‍্যাগাজিনের তরফ থেকে সম্পাদক ধৃতি সুন্দর গুছাইত কথা বলছি৷ সম্প্রতি আমাদের পত্রিকার পূজাবার্ষিকী প্রকাশ করার চেষ্টা করছি। কাজ শুরু হয়েছে। ডিজিটাল এবং প্রিন্টেড আকারে একটি সুন্দর পূজাবার্ষিকী আনার৷ বেশ কিছু প্রথিতযশা লেখক লিখছেন। অনেক নামী শিল্পীও কাজ করছেন৷ আমাদের পত্রিকা প্রকাশ হয় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে, প্রিন্ট এবং ই-বুক এই উভয় মাধ্যমে৷ এর সার্কুলেশন সারা ভারত জুড়ে আছে।


আমাদের কোনো প্রকাশনা সংস্থার সাথে গাঁটছড়া নেই, কোনো গ্রুপের সাথেও যোগাযোগ নেই আমাদের। স্বতন্ত্রভাবে, ছোট্ট একটি টিম নিয়ে আমরা কাজ করি৷ ফলত, লড়াই করতে হয় প্রতিনিয়ত। যে লড়াইটা কঠিন হলেও, অসম্ভব নয়৷


তাই, স্বতঃপ্রণোদিত হয়েই আপনাদের সাথে একটু যোগাযোগ করছি৷ এই অনুরোধটুকু করলাম, একটু দেখবেন, যদি কয়েকটা বিজ্ঞাপনের ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের পত্রিকাটা বাঁচে। লকডাউন ও কোভিড পরিস্থিতিতে সত্যিই আমরা খুব চাপে আছি, বিজ্ঞাপন জোগাড় করতে খুব সমস্যা হচ্ছে৷ প্লিজ একটু জানাবেন৷ পাশে থাকবেন।


বিজ্ঞাপনের রেট চার্ট নিচে দিলাম৷ এছাড়াও, কেউ যদি শুভেচ্ছাবার্তা হিসেবেও কিছু পাঠাতে চান, সাদরে গ্রহণ করব৷ কিন্তু দয়া করে সাহিত‍্যপ্রেমিদের জন‍্য, নবীন লেখক-লেখিকা, শিল্পীদের জন‍্য এবং সর্বোপরী সমাজের কথা ভেবে এই পত্রিকাটিকে বাঁচান কারন সাহিত‍্যই তো সমাজের দর্পন। কথা দিচ্ছি, আপনাদের নিরাশ করব না৷ মহালয়ার খুব কাছাকাছি সময়ে আমাদের লেখক লেখিকাদের সৃষ্টি নিয়ে আসছে আমাদের পূজাবার্ষিকী "সাহিত‍্য বন্ধু" পরিবেশিত "বিশেষ শারদীয়া সংখ‍্যা-১৪২৮"। সাথে থাকছে অসাধারণ কিছু চমক। কাজ চলছে জোরকদমে।


কেউ যদি আগ্রহী হন, দয়া করে যোগাযোগ করবেন নিন্মলিখিত এই ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরগুলিতে

+91 76020 42535 / +91 77975 77938 / +91 82934 63043


বিঃ দ্রঃ : "সাহিত‍্য বন্ধু" পরিবেশিত "বিশেষ শারদীয়া সংখ‍্যা-১৪২৮" পূজাবার্ষিকী বা অন্য যেকোনো সংখ্যার নাম করে বা বিজ্ঞাপনের নাম করে কোনো অসাধু ব্যক্তি আর্থিক লেনদেন চালাতে চাইলে আমাদের সঙ্গেসঙ্গে জানাবেন।


ধন্যবাদ অশেষ।


Facebook page link :- https://www.facebook.com/Sahitya-Bandhu-108243574888524/


ree

 
 
 

Comments


Post: Blog2_Post

BDO OFFICE ROAD, Garhbeta, West Medinipur, West Bengal, India

76020 42535 / 82934 63043

Subscribe Form

Thanks for submitting!

©2021 SAHITAYA BANDHU™

  • Facebook
  • Instagram
bottom of page