top of page
Search

লেখা আহ্বান

"আজ পাঁচ বছর ধরে মেন রোডের নতুন বানানো ফ্ল‍্যাট বাড়িটা ফাঁকা পড়ে আছে, যেদিন থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, সেদিন থেকেই কোনও না কোনও অঘটন ঘটেই যাচ্ছিল। ফ্ল‍্যাটটা তৈরী তো হলো কিন্তু যখনই কেউ কিনতে চেয়েছে তার পরিবারের কেউ না কেউ মারা গেছে। তাই আজও প্রেতপুরীর মতো ফ্ল‍্যাটবাড়িটি ফাঁকা পড়ে আছে।............"

কি, কিছু কি বোঝা গেল? হ‍্যাঁ ঠিক ধরেছেন সাহিত‍্য বন্ধু-র পরিবেশনায় এবার আসতে চলেছে বিশেষ শারদীয়া সংখ‍্যা। আর এই গল্প সংকলনের লেখার আহ্বান নিয়ে চলে এসেছি আমরা। এবারের এই বিশেষ শারদীয়া সংখ‍্যায় আমাদের বিষয় হলো অ‍্যাডভেঞ্চার বা অভিযানমূলক লেখা সেই সাথে ডিটেকটিভ বা রহস‍্যমূলক লেখা এবং ভৌতিক লেখা। আমরা এবং পাঠকেরা অপেক্ষায় রয়েছি আপনার কলম থেকে বেরিয়ে আসা এই সম্বন্ধীয় ঘটনার ও লেখার সাক্ষী হতে।

(ওপরের উদাহরনটি শুধুমাত্র বোঝানোর জন‍্য। এর ওপর ভিত্তি করে লিখতে হবে এমনটি বাধ‍্যতামূলক নয়)

যে যে বিভাগ নিয়ে আমরা আমাদের শারদীয়া সংখ‍্যা কে সাজাতে চলেছি সেইগুলি হল -- গল্প, কমিক্স, দূর্গাপুজো নিয়ে স্মৃতিকথা এবং শারদীয়া বিষয়ক হাতে আঁকা ছবি ও ফটোগ্রাফি।

📢শর্তাবলী / নিয়মাবলী............ _______________________________

১) আপনার সৃষ্টি পাঠানোর সময় বিভাগ-এর নাম উল্ল‍্যেখ করতে ভুলবেন না।


২) প্রতি ক্ষেত্রে লেখা স্বরচিত ও যেকোনও মাধ‍্যমে অপ্রকাশিত(মৌলিক) হওয়া বাধ‍্যতামূলক। লেখা হোক আপনার মস্তিষ্কপ্রসূত অথবা বাস্তবঘটনা অবলম্বনে।


৩) লেখা ও আপনার সৃষ্টি প্রকাশের জন‍্য আমরা কোনোরকম টাকা-পয়সা গ্রহন করি না। লেখা ও আপনার সৃষ্টি প্রকাশের ক্ষেত্রে গুনগত মান-ই শেষ কথা।


৪) গল্পের ক্ষেত্রে শব্দ সংখ‍্যার সীমা - অনাধিক ৪০০০ শব্দ।


৫) আপনি সর্বাধিক একটি গল্পই পাঠাতে পারবেন। একাধিক গল্প পাঠালে সেটি গৃহীত হবে না।


৬) প্রত‍্যেক লেখক/লেখিকা তাঁর লেখার যতি চিহ্ন, বানান এবং ব‍্যাকরন-এর দিকে নজর রাখবেন।


৭) আপনার লেখার সাথে সামঞ্জস‍্যপূর্ন কোনো ছবি যদি থাকে সেটিকে স্ক‍্যান করে পাঠাতে পারেন।


৮) কমিক্স পাঠানোর জন‍্য আপনার সৃষ্ট কমিক্সটি স্ক‍্যান করে JPEG format এ আমাদের পাঠিয়ে দিন। (বিষয়- অভিযানমূলক বা রহস‍্যমূলক হওয়া বাঞ্ছনীয়)


৯) পাঠানোর পদ্ধতি --------- লেখা E-Mail এ পাঠালে তা ইউনিকোড ফর্মে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাবেন। এছাড়া সরাসরি E-mail বডিতে লিখে পাঠাতে পারবেন। কমিক্স, দূর্গাপুজো নিয়ে স্মৃতিকথা এবং শারদীয়া বিষয়ক ছবি ও ফটোগ্রাফিও ইমেইল বা WhatsApp এর মাধ‍্যমে পাঠাতে পারেন।


E-Mail Address => 📩sahityabandhueditors@gmail.com


E-Mail এর মাধ‍্যমে পাঠাতে অসুবিধা থাকলে, Whatsapp এর মাধ‍্যমে সরাসরি টাইপ করে পাঠাতে পারেন।

📱Whatsapp No টি হল ~ [¡] 76020 42535 (সীমন্ত নন্দী)


[¡¡] 82934 63043 (ধৃতি সুন্দর গুছাইত)


[¡¡¡] 97485 02782 (কমলিকা মজুমদার)


বিশেষ দ্রষ্টব‍্য ~ pdf ফাইল এর মাধ‍্যমে লেখা পাঠালে সেটি গ্রহন করা হবে না।

১০) আপনার সৃষ্টি পাঠানোর সময় "#সাহিত‍্য বন্ধু--শারদীয়া সংখ‍্যা" কথাটি লিখতে ভুলবেন না। আপনার সৃষ্টি Mail-এ পাঠালে Mail-এর সাবজেক্ট লাইনে লিখুন-- "#সাহিত‍্য বন্ধু--শারদীয়া সংখ‍্যা"।


১১) লেখা ও আপনার সৃষ্টি পাঠানোর শেষ দিন ৩১ আগস্ট, রাত্রি বারোটা পর্যন্ত।


১২) আপনার সৃষ্টি পাঠানোর সময় অনুগ্রহ করে আপনার ফোন নম্বর বা WhatsApp নম্বর লিখে দিবেন।


১৩) কোনো প্রকার জিজ্ঞাস‍্য থাকলে যোগাযোগ করুন 7602042535 অথবা 8293463043 --এই নম্বরগুলিতে।


১৪) পত্রিকাটি ই-ভার্সন PDF সম্পূর্ন বিনামূল‍্যে পাওয়া যাবে। যে কেউ এটি সংগ্রহ করতে পারবে। মুদ্রিত পত্রিকাটিও যে কেও নায‍্যমূল‍্যে সংগ্রহ করতে পারবে।


১৫) পত্রিকা 'ডিজিটাল' এবং 'মুদ্রিত' দুই মাধ‍্যমেই প্রকাশিত হবে।


১৬) নির্বাচিত লেখক/লেখিকা বন্ধুদের জন‍্য সৌজন‍্য সংখ‍্যা (ডিজিটাল) থাকছে।

এবং মুদ্রিত আকারে সংগ্রহ করতে চাইলে নির্বাচিতদের জন‍্য মুদ্রিত মূল‍্যের ওপর বিশেষ ছাড়ের ব‍্যবস্থা আছে।


১৭) লেখা বা সৃষ্টি মনোনীত হলে লেখক/লেখিকা বন্ধুদের জানানো হবে।

সকল লেখক/লেখিকাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সাহিত‍্য প্রেমিদের মধ‍্যে সাহিত‍্যের প্রসার ঘটানোয় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কে সাফল‍্যমন্ডিত করে তুলুন।

ধন‍্যবাদান্তে, "সাহিত‍্য বন্ধু" সম্পাদকমন্ডলী

 
 
 

Comments


Post: Blog2_Post

BDO OFFICE ROAD, Garhbeta, West Medinipur, West Bengal, India

76020 42535 / 82934 63043

Subscribe Form

Thanks for submitting!

©2021 SAHITAYA BANDHU™

  • Facebook
  • Instagram
bottom of page